Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

Maximum Discount on Health Check up (স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ ছাড়).

 
Maximum Discount on Health Check up

Obstacles of Health Check up (স্বাস্থ্য পরীক্ষায় প্রতিবন্দকতা )

চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষায়  টাকার প্রতিবন্দকতা আসুক , এটি কেউ চায় না।  তারপরও টাকার জন্য আমাদের জীবনে এমনটা ঘটে ।  আপনার এই প্রতিবন্দকতা কিছুটা দূর করতে, আমরা  (doctorinfeni) আপনার পাশে আছি।  Maximum Discount on Health Check up or investigation  (স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ ছাড়) এর জন্য  আমাদের সাথে সরাসরি  অথবা মোবাইলে যোগাযোগ করুন। 

মোবাইল: 01819115414

Regular Health Check up (নিয়মিত  মেডিকেল চেক আপ )

আপনি যদি বেশিরভাগ লোকের মতো হন, তবে সমস্যা না হওয়া পর্যন্ত আপনি সম্ভবত ডাক্তারের কাছে যাওয়ার বিষয়ে খুব বেশি চিন্তা করবেন না। এবং যখন কোনও সমস্যা হয় তখন তারা কী ঘটছে তা বোঝার আগে সাধারণত কয়েকটি ভিজিট নেয়।

একটি Regular Health Check up ভবিষ্যতে অনেক সময় এবং অর্থ সাশ্রয় করতে পারে যাতে সমস্যাগুলি তাড়াতাড়ি ধরা পড়ে যখন সেগুলি ঠিক করা সহজ হয়৷

নিজেকে একটি উপকার করুন এবং আজ আপনার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট করুন!

এই ছাড়া  আপনি ডক্টর এর appointment নিলেন, prescription নিলেন , ডক্টর সাহেব কিছু ইনভেস্টিগেশন / স্বাস্থ্য পরীক্ষার  Advice করলেন। কিন্তু আপনার বাজেট সংকট বা স্বাস্থ্য পরীক্ষা করলে হয়তো আপনার মেডিসিন  খাওয়া  অসম্ভব হয়ে যাবে।  তাহলে উপায় !!!!!!!

আমরা (doctorinfeni) আছি আপনার সাথে। আমাদের দেওয়া মোবাইল নম্বর এ জানান, আমরা আপনার ইনভেস্টিগেশন বা স্বাস্থ্য পরীক্ষার ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করে দিবো, যাহা আপনার জন্য সহায়ক হবে।  তবে আমাদের দেওয়া এড্রেস এ আপনার ইনভেস্টিগেশন / স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। 

Maximum Discount on Health Check up or Investigation  (স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ ছাড়)

আপনি কিসের জন্য অপেক্ষা করছেন?  আপনার নিয়মিত চেক আপ ( Health Check up) করতে ভুলবেন না এবং  আমাদের বিশেষ সুবিধা নিন! মেডিকেল চেকআপে সর্বোচ্চ ছাড় পাওয়ার এটাই আপনার সুযোগ! তাড়াতাড়ি করুন এবং আজ কল করুন!

How to get Maximum Discount on Medical Check up? (কিভাবে স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ ছাড় পাবেন?)

 আমাদের (doctorinfeni) সাথে শেভরন (Chevron Clinical Lab. ltd.)- ফেনী ব্রাঞ্চ এর পরিচালক  MR. BAKIBILLAH অঙ্গীকারবদ্ধ   , আপনাদের স্বাস্থ্য পরীক্ষায়  or ইনভেস্টিগেশন (investigation) এ  [Maximum Discount Up to 30% on Medical / Health Check up]সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য, যা আপনাদের চিকিৎসা সেবার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। 


যোগাযোগ সরাসরি : মি: বাকীবিল্লাহ , শেভরন (Chevron Clinical Lab. ltd.)- ফেনী ব্রাঞ্চ, ট্যাংক রোড, ফেনী । 

   মোবাইল: 01819115414
    
শর্তাবলী : ১।  কোনো রেফারেন্স গ্রহনযোগ্য নয়। 
                  ২।  সরাসরি কিংবা মোবাইলে যোগাযোগ করার  সময়  doctorinfeni ( ডক্টর ইন  ফেনী  এর ফলোয়ার বলবেন।
                  ৩। এই Discount সুবিধা শুধুমাত্র শেভরন (Chevron Clinical Lab. ltd.) - ফেনী ব্রাঞ্চ  এ পাবেন 
                  ৪।  অবশ্যই আপনার  মোবাইল নম্বর দিতে হবে।  
                  ৫।  অবশ্যই উপরে উল্লিখিত ব্যাক্তি বা নম্বর থেকে ডিসকাউন্ট  নিশ্চিত করে নিতে হবে। 

[ N. B: আপনার মতামত কিংবা ডিসকাউন্ট না পেলে  Contact Form এ জানান অথবা মেইল করে জানান mail: katherinebailey213@gmail.com ] 

আপনি ডিসকাউন্ট পেতে সিম্পল কিছু প্রশ্নের উত্তর দিতে হবে 

                   ১।  আপনি কে, কোথায় থেকে আসছেন বা বলছেন ? 
                   উত্তর - আপনার পরিচয়

                  ২।  আপনি আমাদের সম্পর্কে  কিংবা ডিসকাউন্ট সম্পর্কে কোথায় থেকে জেনেছেন ?
                  উত্তর -  doctorinfeni ( ডক্টর ইন  ফেনী ) থেকে জেনেছি।  

Quality of  Medical / Health Check up (স্বাস্থ্য পরীক্ষায় গুণমান) :

Quality of  Medical / Health Check up  সম্পর্কে Chevron Clinical Lab. ltd. এর  Commitment -  

আমরা আমাদের রোগীদের এবং তাদের চাহিদাকে কেন্দ্রে রাখি যা আমরা করি। শেভরন আগামীকালের স্বাস্থ্যসেবা শিল্পে সর্বদা সবচেয়ে বিশ্বস্ত অংশীদার থাকার চেষ্টা করে। গুণমান, গ্রাহক পরিষেবা, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি এবং গবেষণার প্রতি আমাদের উত্সর্গ আমাদের প্রতিযোগিতা থেকে আলাদা করে।

উপরের উল্লিখিত তথ্যের ভিত্তিতে , আপনার এবং আপনার পরিবারের   চিকিৎসা সেবা সুনিশ্চিত হোক আমরা এমন আশা ব্যক্ত করি।  আপনার মূল্যবান মতামত হতে পারে  আমাদের পথচলা, তাই কমেন্ট এর মাধ্যমে আপনার মতামতের  জন্য অনুরোধ জানাচ্ছি। 

Thanks


একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

dream বলেছেন…
অসাধারণ , ধন্যবাদ জানাই doctorinfeni এবং Mr. Bakibillah কে । তিনি আমার ৫৫৫০/ টাকার ইনভেস্টিগেশন, মাত্র ৩০০০/ টাকা করে দিয়েছেন। আমি doctorinfeni এবং Mr. Bakibillah ও তার প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করি। আপনাদের আমি অনুরোধ করবো যোগাযোগ করুন, নিশ্চিত ডিসকাউন্ট পাবেন। উনারা আন্তরিকতার সাথে আমাকে ডিসকাউন্ট দিয়েছেন। ধন্যবাদ।
doctorinfeni বলেছেন…
আপনাকেও ধন্যবাদ।
Any One From Home বলেছেন…
স্যালুট আপনাদের সহযোগিতা করার জন্য। Thank you very much.