আজকাল প্রায়ই সংবাদ বা সোশ্যাল মিডিয়া তে আমরা অনেক ভুয়া ডাক্তার এর খবর দেখতে পাই । আসুন জেনে নিই, ভুয়া ডাক্তার চেনার উপায় (The way to recognize a fake doctor)-
১. ডাক্তারের নামের পাশে MBBS/ BDS ডিগ্রি আছে কি না ভালো করে দেখুন।
২. এবার তার BMDC রেজিস্ট্রেশন নাম্বার জেনে নিই এবং www.bmdc.org.bd/search-doctor এ সার্চ দিন।
৩. ওয়েবসাইটে পাওয়া তথ্যের সাথে তার মিল আছে কি না দেখুন। কারণ অনেক ভুয়া ডাক্তার অন্য ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে প্রতারণা করে।
মনে রাখবেন। নিবন্ধন ব্যতিত কোনাে ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিলে অথবা চিকিৎসা প্রদান করলে ৩ বছর কারাদণ্ড অথবা ১ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
[ বিএমডিসি আইন ২০১০, ধারা ২২ (১,২) ]
[ বিএমডিসি আইন ২০১০, ধারা ২২ (১,২) ]
0 মন্তব্যসমূহ