[ বিশেষ সুযোগ - এখানে বিশেষ সুযোগ হচ্ছে একটি ফ্রি সেবা সার্বিস (৭ দিন ব্যাপী )। এই সেবা নিয়ে কেউ দয়া করে বাজে মন্তব্য করবেন না। আপনার কাছে ৫০০ টাকা , ৭০০ টাকা কিংবা ১০০০ টাকা কিছুইনা, মনে হতে পারে। কিন্তু একজন কর্মঠ মানুষ বুজে এই টাকা কামাই করতে কত সুখ, আনন্দ,সময়, ঘাম বিসর্জন দিতে হয়। কারো দিতে হয় সারাটা দিন। আবার কারো ১০ মিনিট , যারা কালক্ষন সব কিছু বিসর্জন দিয়ে এই পর্যায়ে আছেন। এই ৫০০ টাকা, ৭০০ টাকা কিংবা ১০০০ টাকা দিয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিতে পারার লোকটাই জানে জ্বালাটা কি! তাই আপনি হোন , আপনার ফ্যামিলির মেম্বার হোক বা পাড়াপড়শি পরিচিত কারোর জন্য, এই বিশেষ সুযোগ অনুভব করলে লিখাটা আপনার জন্য, না হয় দয়া করে স্কিপ্ট করুন ]
"শুভ ইংরেজী নববর্ষ ২০২৩"
ইংরেজী নববর্ষ ২০২৩ উপলক্ষ্যে শেভরণ - ফেনী ব্রাঞ্চ দিচ্ছে বিশেষ সুযোগ, যা আপনার সু স্বাস্থ্য এবং সতেজ মন নিয়ে আগামীর পথ চলার সহায়ক হবে।
কি বিশেষ সুযোগ ?
আপনার শারীরিক সমস্যার আঙ্গিকে সম্পূর্ন বিনা ফি তে (Consultation ফি ছাড়া) বিশেষজ্ঞ ডাক্তার সাক্ষাতকারের বিশেষ সুযোগ। উদারণ স্বরূপ আপনি যদি ডায়াবেটিস রোগী হোন , আপনাকে ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার দেখবেন। অর্থাৎ আপনার সমস্যা বা রোগের ধরণ অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন।
বিশেষ সুযোগ কতদিন থাকবে ?
এই বিশেষ সুযোগ ৭দিন পর্যন্ত থাকবে অর্থাৎ ০২/০১/২০২৩ ইং হইতে ০৮/০১/২০২৩ ইং পর্যন্ত।
কেন এই বিশেষ সুযোগ?
বরাবরই আমরা (শেভরণ - ফেনী ব্রাঞ্চ) আপনাদেরকে নূন্যতম চার্জ এ গুনগত মান সম্পুর্ন সেবা সার্বিস দিয়ে থাকি। এর পরও আপনার স্বাস্থ্য সেবায় দায়বদ্ধ অনুভব করে, ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে আমাদের এই উপহার সার্বিস (সেবা) মাত্র। তাই আর দেরি না করে আপনার এপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুন। যোগাযোগঃ ০১৮১৯১১৫৪১৪.
কিভাবে এই বিশেষ সুযোগ পাবেন ?
✅ সম্পূর্ন বিনা ফি তে বিশেষজ্ঞ ডাক্তার সাক্ষাতকারের এই বিশেষ সুযোগ পাওয়ার জন্য যোগাযোগ করুন ০১৮১৯১১৫৪১৪ (মি. বাকীবিল্লাহ ) ।
এই নাম্বার এ যোগাযোগ করতে হবে।
✅ আপনার সমস্যা বা রোগ সম্পৰ্কে বিস্তারিত বলবেন এবং সময় , সিরিয়াল নাম্বার, ডাক্তারের নাম জেনে নিবেন।
✅ যে মোবাইল নাম্বার দিয়ে সিরিয়াল নিবেন, সাথে করে ওই মোবাইল নাম্বার টা নিয়ে অবশ্যই আসবেন। আমরা শুধু আপনার মোবাইল নাম্বার টা মিলিয়ে দেখে , আমরা বিশেষজ্ঞ ডাক্তার সাক্ষাতকারের জন্য আপনাকে টোকেন দিবো ।
✅ আগের কোনো ব্যবস্থাপনাপত্র বা টেস্ট এর কাগজপত্র থাকলে সঙ্গে নিয়ে আসবেন।
বিঃ দ্রঃ প্রত্যেক ডাক্তার ৫ জন করে রোগী দেখবেন। তাই অতি শীঘ্রই আপনি যোগাযোগ করে সিরিয়াল নিন। বুকিং শেষ হলে কোনো অনুরোধ গ্রহণযোগ্য নহে।
আয়োজনে :
মি. বাকীবিল্লাহ
ট্রাঙ্ক রোড, ফেনী। (ফেনী মডেল হাই স্কুলের পাশে)।
যোগাযোগঃ ০১৮১৯১১৫৪১৪
আশা করি এই বিশেষ সুযোগ আপনার জন্য কার্যকরী প্রদক্ষেপ এবং এই ধরনের সুযোগ আরো পেতে আমাদের ওয়েব সাইটে follow on করে আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ
0 মন্তব্যসমূহ